Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

সাম্প্রতিক বছরসমূহে (৩ বছর) প্রধান অর্জনসমূহ

শিল্প সহায়ক কেন্দ্র, বিসিক, কুমিল্লার বিগত ৩ বছরের প্রধান অর্জন হচ্ছে : ৩টি মাঝারি, ২৮টি ক্ষুদ্র শিল্প ও ১১৭ কুটির শিল্প স্থাপনের মাধ্যমে ৪,০১৯ জনের কর্মসংস্থান সৃষ্টি। ১৩ টি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ৫৯৬জন ও দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকার ২৮টি কোর্সের মাধ্যমে ৪৮০ জনকে এবং মৌমাছি পালনের জন্য ১৪টি প্রশিক্ষণ কোর্সের মাধ্য ১৬০ জনকে প্রশিক্ষণ প্রদান। বেসরকারি খাতে ১১ মেট্রিক টন মধু উৎপাদন। ৩টি মেলা আয়োজন, ৫টি মেলায় অংশগ্রহণ ও জেলা প্রশাসক কার্যলয়ের সাথে সমন্বয় করে ৩টি উতপাদনশীলতা দিবসের আয়োজন। বিসিক বিনিত ঋণের মাধ্যমে সরাসরি ১১১জন উদ্যোক্তাকে ১৩০.৮০ লক্ষ টাকা ঋণ বিতরণের বিপক্ষে ৮০.৮৭ লক্ষ টাকা আদায় । দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান বেগবান ও আধুনিকায়নের নিমিত্ত প্রায় ৬ কোটি টাকা ব্যায়ে একটি ৩(তিন) তলা ভবন নির্মাণ। উল্লেখযোগ্যভাবে বলা যায় যে, ৪.৫০ কোটি টাকার জাইকা (JICA) অর্থায়নে ১৫০০ মিটার আরসিসি রাস্তা ও ড্রেন নির্মান সম্ভব হয়েছে।  এছাড়াও আধা-দক্ষ শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিকরণের জন্য বিশেষভাবে একটি প্রশিক্ষণ কোর্স (ওয়েল্ডিং) এর মাধ্যমে ৩০ জন শ্রমিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।